নজরুল রচনাবলী
সম্পূর্ণ কাজী নজরুল ইসলাম
এযাবৎ 50 টি গ্রন্থ সংযোজিত হয়েছে।
Search for:
সন্ধান করুন
সদর
রচনাবলী
কবিতা
গান
গদ্য
বিবিধ
জীবনী
প্রকল্পপরিচয়
মেনু
সদর
রচনাবলী
কবিতা
গান
গদ্য
বিবিধ
জীবনী
প্রকল্পপরিচয়
সদর
|
বনগীতি
|
এলে কি বঁধু ফুল-ভবনে
গ্রন্থ
বনগীতি
ধরণ
সঙ্গীত
গান
এলে কি বঁধু ফুল-ভবনে
এলে কি বঁধু ফুল-ভবনে
২৪
পিলু কাহারবা
এলে কি বঁধু ফুল-ভবনে
মেলোয়া পাখা নীল গগনে॥
একা কিশোরী লাজ বিসরি
তোমারে স্মরি সঙ্গোপনে,
এসো গোধূলির রাঙা লগনে॥
পাতার আসন শাখায় পাতা,
বালিকা কলির মালিকা গাঁথা,
দিনু
গন্ধ-লিপি ভোর পবনে॥
গান
:
এলে কি বঁধু ফুল-ভবনে
, গ্রন্থ:
বনগীতি
।
হে বিধাতা! দুঃখ-শোক মাঝে
»
«
দোলে নিতি নব রূপের
বনগীতি সূচী
বনগীতি
উৎসর্গ
ভালোবাসার ছলে আমায়
কে নিবি ফুল
পেয়ে আমি হারিয়েছি গো
সখী বাঁধো লো বাঁধো
যায় ঢুলে ঢুলে এলোচুলে
যমুনা-সিনানে চলে
নদীর নাম সই অঞ্জনা
আলগা করো গো খোঁপার বাঁধন
পথ-ভোলা কোন রাখাল ছেলে
কোকিল, সাধিলি কি বাদ
পানসে জোছনাতে কে
ঝলমল জরিন বেণী
কোন বন হতে করেছ চুরি
নিশীথ হয়ে আসে ভোর
কেমনে কহি প্রিয়
নমঃ নমঃ নমো বাংলাদেশ মম
প্রিয় যাই যাই বোলো না
ভোলো লাজ ভোলো গ্লানি
রুমু রুম্ ঝুম্
পদ্মদীঘির ধারে ঐ
দিতে এলে ফুল, হে প্রিয়
কে এলে মোর চির-চেনা
দোলে নিতি নব রূপের
এলে কি বঁধু ফুল-ভবনে
হে বিধাতা! দুঃখ-শোক মাঝে
পাষাণের ভাঙালে ঘুম
বোলো না বোলো না ওলো সই
মরম-কথা গেল সই
এসো হৃদি-রাসমন্দিরে
যমুনা-কূলে মধুর মধুর
কুসুম-সুকুমার শ্যামল তনু
কোথায় তুই খুঁজিস ভগবান
মেরো না আমারে আর
হেলে দুলে নীর ভরণে
বনে মোর ফুটেছে
ও দুখের বন্ধু রে
আমি ডুরি-ছেঁড়া ঘুড়ির মতন
তুমি ফুল আমি সুতো
মন নিয়ে আমি লুকোচুরি-খেলা
ভালোবাসায় বাঁধব বাসা
মোর মন ছুটে যায়
চিরদিন কাহারও সমান নাহি যায়
দেখে যা তোরা নদিয়ায়
কালা এত ভালো কি হে
জবাকুসুম-সঙ্কাশ ঐ
মাধব বংশীধারী বনওয়ারি
আমার কালো মেয়ের পায়ের তলায়
শ্যামা তুই বেদেনীর মেয়ে
জয় বানী বিদ্যাদায়িনী
রোদনে তোর বোধন বাজে
তুমি দুখের বেশে এলে
ধ্যান ধরি কীসে হে গুরু
আর লুকাবি কোথায়
ওমা ফিরে এলে কানাই
পথে পথে কে বাজিয়ে চলে
ও মন চল অকূল পানে
এসো মুরলীধারী বৃন্দাবনচারী
নূপুর মধুর রুনুঝুনু বোলে
হে গোবিন্দ, ও অরবিন্দ
ফিরে আয় ভাই গোঠে
সুন্দর বেশে মৃত্যু আমার
রাখো রাখো রাঙা পায়
মোরে সেই রূপে দেখা দাও
হৃদয়-সরসী দুলালে পরশি
রাখো এ মিনতি ত্রিভুবনপতি
আপনার জন্য প্রস্তাবিত
সুরা কাওসার
পূজারিনী
সাইমন-কমিশনের রিপোর্ট
বিধুরা পথিকপ্রিয়া
তোমারে কী দিয়া পূজি
জীবন যখন কন্ঠাগত
ভালো লাগা জানান
Leave a Comment
এডুলিচার নজরুল রচনাবলী
প্রকল্প
নজরুল রচনাবলী
পরিচয়
সম্পূর্ণ কাজী নজরুল ইসলাম
লেখক
কাজী নজরুল ইসলাম
গ্রন্থসংখ্যা
50 টি
বাস্তবায়ণ
এডুলিচার
গ্রন্থাবলী
অগ্নিবীণা
আলেয়া
কাব্য আমপারা
কুহেলিকা
গানের মালা
গীতি-শতদল
গুল-বাগিচা
চক্রবাক
চন্দ্রবিন্দু
চিত্তনামা
চোখের চাতক
ছায়ানট
জিঞ্জীর
জুলফিকার
ঝড়
ঝিঙেফুল
ঝিলিমিলি
দুর্দিনের যাত্রী
দোলনচাঁপা
নজরুল গীতিকা
নতুন চাঁদ
নির্ঝর
পুতুলের বিয়ে
পূবের হাওয়া
প্রলয় শিখা
ফণিমনসা
বনগীতি
বাঁধনহারা
বিষের বাঁশী
বুলবুল
ব্যথার দান
ভাঙার গান
ভূতের ভয়
মরু-ভাস্কর
মৃত্যুক্ষুধা
যুগবাণী
রাজবন্দীর জবানবন্দী
রিক্তের বেদন
রুদ্রমঙ্গল
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম
রুবাইয়াৎ-ই-হাফিজ
শিউলীমালা
শিল্পী
শেষ সওগাত
সন্ধ্যা
সর্বহারা
সাম্যবাদী
সিন্ধু হিন্দোল
সুর-সাকী
সেতুবন্ধ
সর্বাধিক পঠিত
ব্যথার দান
|
৫০৯ views
|
under
ব্যথার দান
উমর ফারুক
|
৪৬২ views
|
under
জিঞ্জীর
দে গরুর গা ধুইয়ে
|
৩০৯ views
|
under
চন্দ্রবিন্দু
রণভেরী
|
২৮৪ views
|
under
অগ্নিবীণা
তরুণ তাপস
|
২৮৩ views
|
under
সন্ধ্যা
কুলি-মজুর
|
২৭০ views
|
under
সাম্যবাদী
চৈতি হাওয়া
|
২৬৮ views
|
under
ছায়ানট
পিছু-ডাক
|
২৬৫ views
|
under
দোলনচাঁপা
প্রলয় শিখা
|
২৫১ views
|
under
প্রলয় শিখা
সৃজন-ভোরে প্রভু মোরে
|
২২১ views
|
under
নজরুল গীতিকা
Scroll Up