নজরুল রচনাবলী
সম্পূর্ণ কাজী নজরুল ইসলাম
এযাবৎ 50 টি গ্রন্থ সংযোজিত হয়েছে।
Search for:
সন্ধান করুন
সদর
রচনাবলী
কবিতা
গান
গদ্য
বিবিধ
জীবনী
প্রকল্পপরিচয়
মেনু
সদর
রচনাবলী
কবিতা
গান
গদ্য
বিবিধ
জীবনী
প্রকল্পপরিচয়
সদর
|
রুবাইয়াৎ-ই-হাফিজ
|
মদের মতো কি আর আছে
গ্রন্থ
রুবাইয়াৎ-ই-হাফিজ
ধরণ
কাব্য
কবিতা
মদের মতো কি আর আছে
মদের মতো কি আর আছে
৬৩
মদের মতো কি আর আছে
ভুলতে ব্যথা, তাতিয়ে তোলার?
যুদ্ধ করার সাধ জাগে কি
সেনার সাথে এই বেদনার?
এই তো তোমার কাঁচা মাথা,
এরই মাঝে বাতিল শারাব?
কাঁচা সবুজ বয়েসই তো খুশির,
গানের পান-পিয়ালার।।
কবিতা
:
মদের মতো কি আর আছে
, গ্রন্থ:
রুবাইয়াৎ-ই-হাফিজ
।
পাতার পর্দানশিন মুকুল
»
«
চন্দ্র সূর্য রাত্রি দিবা
রুবাইয়াৎ-ই-হাফিজ সূচী
রুবাইয়াৎ-ই-হাফিজ
উৎসর্গ
মুখবন্ধ
তোমার ছবির ধ্যানে, প্রিয়
আমার সুখের শত্রু হতে
করল আড়াল তোমার থেকে
আমার সকল ধ্যানে জ্ঞানে
আনতে বলো পেয়ালা শরাব
ভাবনু, যখন করছে মানা
বিশ্বে সবাই তীর্থ-পথিক
তোমার আকুল অলক–হানে
ভিন্ন থাকার দিন গো আমার
আমার পরান নিতে যে চায়
রক্ত-রাঙা হলো হৃদয়
রবি, শশী, জ্যোতিষ্ক সব
যেদিন হতে হৃদয়-বিহগ
আমার করে তোমার অলক
তোমার পথে মোর চেয়ে কেউ
দলতে হৃদয় ছলতে পরান
পরান-ভরে পিও শারাব
আয়না তোমার আত্মার গো
রঙিন মিলন-পাত্র
তোমার মুখের মিল আছে
আপন করে বাঁধতে বুকে
সোরাই ভরা রঙিন শারাব
তোমার হাতের সকল কাজে
কুঁড়িরা আজ কার্বা-বাহী
কুন্তলেরই পাকে প্রিয়ার
চাঁদের মতো রূপ গো তোমার
রূপসীরা শিকার করে
তোমার ডাকার ও-পথ
যেদিন আমায় করবে সুদূর
দাও মোরে ওই গেঁয়ো মেয়ের
পূর্ণ কভু করে নাকো
মদ-লোভীরে মৌলোভী কন
তারই আমি বান্দা গোলাম
হয় না ধরার বিভবরাশি
আনন্দ আর হাসি-গানের
দরবেশ–আমার সামনে এলো
বিষাদ-ক্ষীণ এ অন্তরে মোর
বিশ্বাসেরে মেরে–হলো
ক্ষত হৃদয় যেমন চাহে
কী লাভ, যখন দুষ্ট ভাগ্য
সকল-কিছুর চেয়ে ভালো
আয়ুর মরু বেয়ে এলো
আলতো করে আঙুল রেখে
বিনিদ্র কাল কাটলো নিশি
বীরত্ব শেখ ‘খয়বরী’-দ্বার
প্রিয়া তোমায় দেছে দাগা?
বাবিলনের জাদু বুঝি
দেখ রে বিকচ ফুলকুমারীর
বুক হতে তার পিরান খোলে
মোমের বাতি! পতঙ্গে এ
কে দেখেছে সরল মনের
সেই ভালো মোর–এই শারাবের
আনন্দের ওই বিহগ-পাখার
কাঁদি তোমার বিরহে গো
পরান-পিয়া! কাটাই যদি
আলিঙ্গন ও চুম্বন হায়
দয়িত মোর! অল্পে এতো
দুঃখ ছাড়া এ-জীবন
আমায় প্রবোধ দেওয়ার তরে
আর কতদিন করবে, প্রিয়
কোরান হাদিস সবাই বলে
চন্দ্র সূর্য রাত্রি দিবা
মদের মতো কি আর আছে
পাতার পর্দানশিন মুকুল
আশ্বাসেরই বাণী তোমার
তোমার আঁখি–জানে যাহা
দাও এ হাতে, ফুর্তি শিকার
হায় রে, আমার এ বদনসিব
ফুল্লমুখী দিল-পিয়ারী
শাহি তখ্তে বসেছে
বন্দী বোঁটায় কইল কুসুম
সেও এ মন্দ-ভাগ্যসম
ওরে হাফিজ, শেষ কর তোর
বুলবুল-ই-শিরাজ
আপনার জন্য প্রস্তাবিত
আজি নন্দদুলালের সাথে
ভুবনজয়ী তোরা কি হায়
দ্বিতীয় দৃশ্য
এ নহে বিলাস বন্ধু
যা শত্রু পরে পরে
দাড়ি-বিলাপ
ভালো লাগা জানান
Leave a Comment
এডুলিচার নজরুল রচনাবলী
প্রকল্প
নজরুল রচনাবলী
পরিচয়
সম্পূর্ণ কাজী নজরুল ইসলাম
লেখক
কাজী নজরুল ইসলাম
গ্রন্থসংখ্যা
50 টি
বাস্তবায়ণ
এডুলিচার
গ্রন্থাবলী
অগ্নিবীণা
আলেয়া
কাব্য আমপারা
কুহেলিকা
গানের মালা
গীতি-শতদল
গুল-বাগিচা
চক্রবাক
চন্দ্রবিন্দু
চিত্তনামা
চোখের চাতক
ছায়ানট
জিঞ্জীর
জুলফিকার
ঝড়
ঝিঙেফুল
ঝিলিমিলি
দুর্দিনের যাত্রী
দোলনচাঁপা
নজরুল গীতিকা
নতুন চাঁদ
নির্ঝর
পুতুলের বিয়ে
পূবের হাওয়া
প্রলয় শিখা
ফণিমনসা
বনগীতি
বাঁধনহারা
বিষের বাঁশী
বুলবুল
ব্যথার দান
ভাঙার গান
ভূতের ভয়
মরু-ভাস্কর
মৃত্যুক্ষুধা
যুগবাণী
রাজবন্দীর জবানবন্দী
রিক্তের বেদন
রুদ্রমঙ্গল
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম
রুবাইয়াৎ-ই-হাফিজ
শিউলীমালা
শিল্পী
শেষ সওগাত
সন্ধ্যা
সর্বহারা
সাম্যবাদী
সিন্ধু হিন্দোল
সুর-সাকী
সেতুবন্ধ
সর্বাধিক পঠিত
ব্যথার দান
|
৫১২ views
|
under
ব্যথার দান
উমর ফারুক
|
৪৭০ views
|
under
জিঞ্জীর
দে গরুর গা ধুইয়ে
|
৩১২ views
|
under
চন্দ্রবিন্দু
তরুণ তাপস
|
২৮৭ views
|
under
সন্ধ্যা
রণভেরী
|
২৮৬ views
|
under
অগ্নিবীণা
চৈতি হাওয়া
|
২৭৬ views
|
under
ছায়ানট
কুলি-মজুর
|
২৭৬ views
|
under
সাম্যবাদী
পিছু-ডাক
|
২৬৮ views
|
under
দোলনচাঁপা
প্রলয় শিখা
|
২৫৩ views
|
under
প্রলয় শিখা
সৃজন-ভোরে প্রভু মোরে
|
২২৭ views
|
under
নজরুল গীতিকা
Scroll Up