সাম্যবাদী কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ। এটি ১৯২৫ সালের ডিসেম্বরের (পৌষ, ১৩৩২) ২০ তারিখে প্রকাশিত হয়। এই গ্রন্থে এগারোটি কবিতা রয়েছে; এর প্রতিটি কবিতায় কাজী নজরুল ইসলাম মানুষের সাম্যের কথা বলেছেন। বিভিন্ন পিছিয়ে পড়া জাতি নিয়েও কবিতা রয়েছে এই বইটিত। ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ সবকিছু পিছনে ফেলে মানুষের পরিচয়ই যে মহান তা সাম্যবাদী কাব্যগ্রন্থের মূলভাষ্য।
সাম্যবাদী সূচী
আপনার জন্য প্রস্তাবিত
ভালো লাগা জানান